• ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে রজব, ১৪৪৬ হিজরি

দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ : শ্রীলঙ্কাকে পাত্তাই দিল না নিউজিল্যান্ড

usbnews
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৫
দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ : শ্রীলঙ্কাকে পাত্তাই দিল না নিউজিল্যান্ড
নিউজটি শেয়ার করুনঃ

আগুন ঝরা বোলিং উপহার দিলেন ম্যাট হেনরি। পরে টপ অর্ডার ব্যাটাররা জ্বলে উঠলেন একসাথে। শ্রীলঙ্কাকে পাত্তা না দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করল নিউজিল্যান্ডও।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে রোববার সফরকারী দলটিকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে কিউইরা। ১৭৯ রানের লক্ষ্য তারা পেরিয়ে যায় ২৬.২ ওভারেই।

৩৬ বলে ৪৫ রানের ঝড় তুলে ৯৩ রানের উদ্বোধনী জুটি উপহার দিয়ে আউট হন রাচিন রবীন্দ্র। এরপর ৮৩ বলে অবিচ্ছিন্ন ৮৭ রানের জুটিতে জয় নিয়ে মাঠ ছাড়েন আরেক ওপেনার উইল ইয়াং ও মার্ক চাপম্যান। ৮৬ বলে ১২টি চারে ৯০ রানে অপরাজিত থাকেন ওপেনার ইয়াং, ৩৬ বলে ২৯ রানে চাপম্যান।

বাতাস, কিছুটা মেঘলা আকাশ, সঙ্গে বেসিন রিজার্ভের সবুজাভ পিচ— টসে জিতে বল বেছে নিতে তাই দ্বিতীয়বার ভাবতে হয়নি নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনারকে। তিন পেসারের বোলিং তোপে ২৩ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা।

এরপর আভিষিকা ফের্নান্ডো ও জানিথ লিয়ানাগে ৯৪ বলে ৮৭ রানের দারুণ এক জুটি গড়েন।

৫৪ বলে ৩৬ রান করা লিয়ানাগেকে ক্যাচ আউট করে জুটি ভাঙেন মিচেল স্যান্টনার। ৬৩ বলে ৫৬ রান করে পরের ওভারে ফেরেন ফের্নান্ডোও। এরপর ৬৫ বলে ৪৮ রানের জুটি গড়েন চামিদু বিক্রমাসিংহে (৪২ বলে ২২) ও ওয়ানিন্দু হাসারাঙ্গা (৩৩ বলে ৩৫)। দুজনকেই ফেরান হেনরি। এরপর আর লড়াই চালিয়ে যেতে পারেনি লঙ্কানরা।

১০ ওভারে এক মেডেনসহ স্রেফ ১৯ রানের খরচায় ৪ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের জয়ের নায়ক হেনরিই। দুটি করে শিকার ধরেন জ্যাকোব ডাফি ও নাথান স্মিথ। ৪৩.৪ ওভারে ১৭৮ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।

নিউজিল্যান্ডকে এর আগেও ওয়ানডেতে চারবার নেতৃত্ব দিয়েছেন স্যান্টনার। তবে সাদা বলের স্থায়ী অধিনায়ক হওয়ার পর এটিই তাঁর প্রথম ওয়ানডে। আর ওয়েলিংটনের বেসিন রিজার্ভে এটি ছিল ৪ বছর পর প্রথম ওয়ানডে; শ্রীলঙ্কার বিপক্ষে ২৮ বছর পর প্রথম। ১৯৯৭ সালের সেই ম্যাচে সনাথ জয়াসুরিয়া ছিলেন লঙ্কান দলের ওপেনার, এবার তিনি প্রধান কোচ।

হ্যামিল্টনে সিরিজে দ্বিতীয় ওয়ানডে বুধবার।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা: ৪৩.৪ ওভারে ১৭৮ অলআউট (আভিস্কা ৫৬, লিয়ানাগে ৩৬, হাসারাঙ্গা ৩৫; হেনরি ৪/১৯, ডাফি ২/৩৯, স্মিথ ২/৪৩)।

নিউজিল্যান্ড: ২৬.২ ওভারে ১৮০/১ (ইয়াং ৯০*, রবীন্দ্র ৪৫, চ্যাপম্যান ২৯*; বিক্রমাসিংহে ১/২৮)।

ফল: নিউজিল্যান্ড ৯ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: ম্যাট হেনরি।

সিরিজ: ৩ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ১-০ ব্যবধানে এগিয়ে।