
শরিফুল হক ডালিম। যিনি মেজর ডালিম নামেই বেশি পরিচিত। বাংলাদেশ সেনাবাহিনীর একজন সাবেক কর্মকর্তা। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দীর্ঘদিন ধরেই তিনি ছিলেন লোকচক্ষুর আড়ালে।
সম্প্রতি তিনি ইউটিউব চ্যানেলে একটি লাইভ টকশোতে অংশ নিয়ে জনসম্মুখে এসেছেন এই প্রেক্ষাপটে মিনহাজুল আরেফিন সিদ্দিক নামে একজনের একটি ছবি ফেসবুকে ছড়িয়ে দাবি করা হচ্ছে যে, এই মিনহাজকেই মেজর ডালিম হিসেবে দেখানো হয়েছে।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ জামায়াত ইসলামী এবং শেখ মুজিবুর রহমানকে জড়িয়ে শরিফুল হক ডালিম এমন কোনো মন্তব্য করেননি এবং আমার দেশও এমন কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি। বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশ এর লোগো ব্যবহার করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
লাইভ টকশোতে গত ০৫ জানুয়ারি কথা বলেছেন বীর মুক্তিযোদ্ধা মেজর শরিফুল হক ডালিম (বীর উত্তম)।
এরই প্রেক্ষিতে “৭১ এ জামায়াতের ভূমিকা নিয়ে জাতীর কাছে ক্ষমা চায়নি এটা আমাকে এখনো পীড়া দেয়। মুজিবকে বিদায় করেছি কিন্তু জাতীকে কলঙ্ক মুক্ত পুরোপুরি করতে পারিনি।- মেজর ডালিম বীর উত্তম” শীর্ষক তথ্যযুক্ত সংবাদমাধ্যম আমার দেশ এর লোগো সম্বলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণে দেখা যায়, ফটোকার্ডটিতে জাতীয় দৈনিক আমার দেশ এর নাম, লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ০৫ জানুয়ারি, ২০২৫ উল্লেখ করা হয়েছে।

ইউটিউবের লাইভ টকশোতে অংশ নেওয়া ব্যক্তি আসলে মেজর ডালিম না, তিনি মিনহাজ। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, মেজর ডালিম পরিচয়ে লাইভ টকশোতে অংশ নেওয়া ব্যক্তি এবং এই মিনহাজুল আরেফিন সিদ্দিক দুইজন আলাদা ব্যক্তি। অর্থাৎ, টকশোতে দেখানো ব্যক্তিটি মিনহাজ আরেফিন নন।
২৪ এর বিপ্লবীদের উদ্দেশে মেজর ডালিমের বার্তা
২৪ এর বিপ্লবীদের উদ্দেশ্যে মেজর ডালিম বলেন, ‘বর্তমান প্রজন্মের বিপ্লবীদের, ছাত্র-জনতার বিপ্লবী কর্মকাণ্ডে যদি কোনো রকম অবদান রাখতে পারি, আমাদের নিজস্ব অভিজ্ঞতা, যোগাযোগ থেকে…তাহলে আমরা সেটা করতে প্রস্তুত। পিছপা হবো না, ইনশাআল্লাহ। আমরা তাদেরকে শ্রদ্ধা, সালাম এবং বিপ্লবী সালাম, সাথে মন থেকে দোয়া করছি তাদের বিপ্লব যাতে ব্যর্থ না হয়। তারা যাতে বিজয় অর্জন করে সুখী সমৃদ্ধ শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলো তাদের দুর্জ্যেয় ঘাঁটি হিসেবে গড়ে তুলতে পারে।’