স্প্যানিশ সুপার কাপে ফের একবার শিরোপা জয়ের কাছাকাছি বার্সালোনা।ফাইনাল নিশ্চিত করা বার্সার দরকার স্রেফ আরেকটি জয়। ফাইনালে আ্যথলেটিক বিলবাওয়ের সাথে ম্যাচজুড়ে দাপট দেখিয়েই জিতেছে হ্যান্সি ফ্লিকের দল।
সউদী আরবের জেদ্দায় বুধবার রাতে বিলবাওয়ের বিপক্ষে সুপার কাপের প্রথম সেমি সেমি-ফাইনালে ২-০ গোলে জিতেছে বার্সালোনা। ম্যাচের শুরুতে গাভির গোলের লিড নেওয়া কাতালানদের হয়ে বিরতির পরই ব্যবধান দিগুণ করেন লামিন ইয়ামাল।ফেরার চেষ্ঠায় মরিয়া বিলবাও দুবার জালে বল পাঠিয়েও কোনো গোল পেল না তারা অফসাইডের কারণে। টানা তৃতীয়বারের মতো স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠল বার্সেলোনা।
ম্যাচে জুড়েই ছিল বার্সার নিয়ন্ত্রণ।প্রায় ৫৭ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখে ১৪টি শট নেয়া বার্সা সহজ সুযোগ মিস না করলে আরও বড় জয় নিয়ে মাঠ ছাড়তে পারত।
দ্বিতীয় সেমি-ফাইনালে বৃহস্পতিবার রেয়াল মাদ্রিদ ও মায়োর্কার মধ্যে জয়ী দলের বিপক্ষে আগামী রোববার শিরোপা লড়াইয়ে নামবে প্রতিযোগিতাটির রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা।