স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে গড়ে ওঠা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের নামের তালিকা গেজেট আকারে প্রকাশ করো হয়েছে। এ তালিকায় ৮৩৪ জন শহীদের নাম স্থান পেয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গতকাল বুধবার রাতে এ তালিকা প্রকাশ করে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত গেজেটে শহীদদের ‘মেডিকেল কেস আইডি’, নাম, বাবার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা অন্তর্ভুক্ত করা হয়েছে।
2024 শহীদের তালিকা
এর আগে গত ২১ ডিসেম্বর গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল শেখ হাসিনার বিরুদ্ধে গড়ে ওঠা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করেছিল। ওই তালিকায় ৮৫৮ জন শহীদ ও ১১ হাজার ৫৫১ জন আহত ব্যক্তির নাম ছিল।