• ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে শাবান, ১৪৪৬ হিজরি

ট্রাইব্যুনালের মামলা জটিল, তাড়াহুড়া করা যাবে না

usbnews
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২৫
ট্রাইব্যুনালের মামলা জটিল, তাড়াহুড়া করা যাবে না
নিউজটি শেয়ার করুনঃ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার কার্যক্রম চালাতে তাড়াহুড়া করা যাবে না উল্লেখ করে চিফ প্রসিকিউটরের বিশেষ সহকারী টবি ক্যাডম্যান বলেছেন, এই মামলাগুলো জটিল।

সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের একথা বলেন টবি ক্যাডম্যান। এ সময় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

mzamin

ট্রাইব্যুনালের বিদ্যমান আইনি কাঠামোয় প্রয়োজনীয় পরিবর্তন আনার বিষয় নিয়ে কয়েক দিন ধরেই আলাপ হচ্ছে জানিয়ে তিনি বলেন, আশা করি বিদ্যমান আইনি কাঠামোয় পরিবর্তন আনা সম্ভব। যা বিচারপ্রক্রিয়াকে ন্যায্য ও মসৃণ করবে। এতে দেশীয় আইন ও আন্তর্জাতিক মান বজায় থাকবে।