• ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে শাবান, ১৪৪৬ হিজরি

বিগ ব্যাশে প্রথমবারের মতো শিরোপার স্বাদ পেলো হোবার্ট হারিকেন্স

usbnews
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২৫
বিগ ব্যাশে প্রথমবারের মতো শিরোপার স্বাদ পেলো হোবার্ট হারিকেন্স
নিউজটি শেয়ার করুনঃ

বিবিএলের ১৪তম আসরের শিরোপা নির্ধারনী ম্যাচে টস জিতে বোলিং এর সিদ্ধান্ত নেয় হোবার্ট। সিডনি টস হেরে ব্যাটিং এ নামলেও অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও জেসন সাঙ্ঘার জুটির ওপর ভর করে ২০ ওভারে ৭ উইকেটে তাদের সংগ্রহ হয় ১৮২ রান। জেসন ৬৭ এবং ওয়ার্নার করেন ৪৮ রান। হোবার্ট হারিকেন্সের অধিনায়ক নাথান ইলিস এবং আরেক পেসার রিলি প্যাট্রিক নেন তিনটি করে উইকেট।

এদিনের ম্যাচের নায়ক হলেন মিচেল ওয়েন। ফাইনালে ১১ ছক্কা ও ছয়টি চারে ৪২ বলে ১০৮ রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলেন এ ব্যাটার। তার এদিনের ৩৯বলে সেঞ্চুরিও বিগ ব্যাশের ইতিহাসে যৌথভাবে দ্রুততম। এদিন ১৬ বলে নিজের ফিফটি পূর্ণ করেন ওয়েন। বিগ ব্যাশের ফাইনালে এটিই সবচেয়ে দ্রুততম ফিফটির রেকর্ড।

পাওয়ারপ্লের পরও চলতে থাকে ওয়েনের ঝোড়ো ব্যাটিং। ৭ ওভারে ১০৯ রান সংগ্রহ করে হোবার্ট হারিকেন্স । তবে ওয়েনের বিধ্বংসী ব্যাটিং চলমান থাকায় তেমন চাপ বাড়াতে পারেনি সিডনি। ১০৮ রান করে ওয়েন আউট হলেও লড়াইয়ে ফেরার কোনো উপায় ছিল না সিডনির। ম্যাথু ওয়েড ৩২ এবং বেন ম্যাকডরমেট ১৮ রানে অপরাজিত থেকেই ১৪.১ ওভারে নিজেদের প্রথম শিরোপা নিশ্চিত করে হোবার্ট হারিকেন্স।