• ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

কুয়েট বন্ধ ঘোষণা

usbnews
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২৫
কুয়েট বন্ধ ঘোষণা
নিউজটি শেয়ার করুনঃ

ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে অনির্দিষ্টকালের জন্য খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদেরকে বুধবার সকাল ১০টার মধ্যে হল ত্যাগ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে অ্যাকাডেমিক কার্যক্রম। মঙ্গলবার মঙ্গলবার বিকেলে কুয়েটের সিন্ডিকেটের জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।

বিশ্ববিদ্যালয় ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় সিন্ডিকেটের ১৪ জন সদস্য অংশ নেন। সভায় কুয়েটের সংঘর্ষের ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা ৭ কার্যদিবস বৃদ্ধি করার অনুমোদন দেয়া হয়। গত ১৮ই ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রদলের ফরম বিতরণকে কেন্দ্র করে ‘সাধারণ শিক্ষার্থীদের’ সঙ্গে ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষ হয়। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।