জন্মের আগেই যারা বিতর্কিত করেন তারা কি জানেন না ঐসব দলগুলোর কথা বা ঐসব দলের কথিত নেতাদের কথা।
যেমন – প্রতিটি রাজনৌতিক দলের শীর্ষ পর্যায়ের নেতারা ভিন্ন দলের ছিলেন এবং সময়ে সময়ে তারা দলবদল করেছেন এমনকি নিজেই দোল করেছেন। কিন্তু তখন কেউ প্রশ্ন তুলে নাই অমুক দলের নেতার অমুক দল।
আওয়ামী মুসলিমলীগ থেকে আওয়ামীলীগ পরে বাকশাল এর পর আবার আওয়ামীলীগ। এই দলের প্রেসিডিয়াম অনেকেই সাবেক বাম , কথিত সমাজতান্ত্রিক , জাগদল থেকে বিএনপি , মার্ক্সবাদ , লেনিন বাদের সমর্থক সহ অনেক রাজনৈতিক দলের।
বিএনপি প্রতিষ্ঠার সময় থেকে ভিন্ন দলের লোকজন :
বিএনপির জন্মলগ্নে অরাজনৈতিক লোক , আওয়ামীলীগ , জাসদ , বামদের নিয়েই শুরু।
বিএনপির উপদেষ্টা সহ গুরুত্ব পূর্ণ পদে এখনো আছে আওয়মীলীগ , ছাত্রলীগ , বাম , জাসদ সহ অনেক জানা ও অখ্যাত দলের নেতারাও।
১৯৭৭ সালের ৩০ এপ্রিল, জিয়াউর রহমান তার শাসনকে বেসামরিক করার উদ্দেশ্যে ১৯ দফা কর্মসূচি চালু করেন। পরবর্তীতে, রাষ্ট্রপতির পদের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিলে, তার নেতৃত্বে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) প্রতিষ্ঠিত হয়।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে নতুন দলের আহ্বায়ক কমিটির চেয়ারম্যান হিসেবে তিনি প্রথমে ১৮ জন সদস্যের নাম এবং ১৯ সেপ্টেম্বর ওই ১৮ জনসহ ৭৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। এখানে উল্লেখ্য, বিএনপি গঠন করার আগে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) নামে আরেকটি দল তৎকালীন উপ-রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারকে সভাপতি করে গঠিত হয়েছিল। ২৮ আগস্ট ১৯৭৮ সালে নতুন দল গঠন করার লক্ষ্যে জাগদলের বর্ধিত সভায় ওই দলটি বিলুপ্ত ঘোষণার মাধ্যমে দলের এবং এর অঙ্গ সংগঠনের সকল সদস্য জিয়াউর রহমান ঘোষিত নতুন দলে যোগদানের সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি রাষ্ট্রপতি থাকা অবস্থায় ১৯৭৯ সালে দ্বিতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২৯৮টি আসনের মধ্যে ২০৭টিতে জয়লাভ করে। নির্বাচনে অংশ নিয়ে মালেক উকিলের নেতৃত্বাধীন আওয়ামী লীগ ৩৯টি ও মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আওয়ামী লীগ ২টি আসনে জয়লাভ করে। এছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দল ৮টি, ন্যাশনাল আওয়ামী পার্টি ১টি ও মুসলিম ডেমোক্রেটিক লীগ ২০টি আসনে জয়লাভ করে।
স্পষ্টই এসব দলের মধ্যে দলবদলের নেতারা এখন শীর্ষ নেতা।
বিএনপির উপদেষ্টা সহ গুরুত্ব পূর্ণ পদে এখনো আছে আওয়মীলীগ , ছাত্রলীগ , বাম , জাসদ সহ অনেক জানা ও অখ্যাত দলের নেতারাও।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
বাংলাদেশ জামায়াতে ইসলামী
বাংলাদেশ জাতীয় পার্টি
ইসলামী ঐক্য জোট
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)
প্রগ্রেসিভ ন্যাশনালিষ্ট পার্টি (পিএনপি)
বাংলাদেশ মুসলিম লীগ
ডেমোক্র্যাটিক লীগ
ইউনাইটেড পিপলস পার্টি (ইউপিপি)
ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)
বিশ দলীয় জোট গঠন যেমন ছিল : এসব দলের মধ্যে শীর্ষ পর্যায়ের মধ্যে সময়ে সময়ে তারা দলবদল করেছেন
জোটভুক্ত দলসমূহ:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
বাংলাদেশ জামায়াতে ইসলামী
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)
জাতীয় পার্টি (কাজী জাফর)
বাংলাদেশ জাতীয় পার্টি – বিজেপি
ইসলামী ঐক্যজোট
খেলাফত মজলিস
জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা
বাংলাদেশ কল্যাণ পার্টি
বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ
বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল
ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি
ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টি-এনডিপি
বাংলাদেশ লেবার পার্টি
বাংলাদেশ ইসলামিক পার্টি
ন্যাশনাল আওয়ামী পার্টি -ন্যাপ ভাসানী
ডেমোক্রেটিক লীগ
পিপলস লীগ
বাংলাদেশের সাম্যবাদী দল
আগামী এপ্রিলে আসছে জুলাই গণঅভ্যুত্থান শক্তির নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের প্রধান উদ্যোক্তা হিসেবে পরিচয় দিয়ে রোববার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির (এনপিসি) যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ।