শুক্রবার দুপুরের দিকে মিয়ানমারে শক্তিশালী এ ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, মিয়ানমারের সাগাইং শহর থেকে উত্তর-পশ্চিমে ভূমিকম্পটির উৎপত্তি। এর মাত্রা ছিল ৭ দশমিক ৭। কয়েক মিনিট পর একই এলাকায় ৬ দশমিক ৪ তীব্রতার একটি আফটারশকও অনুভূত হয়।
মিয়ানমারে উৎপত্তি হওয়া ৭ দশমিক ৭ তীব্রতার ভূমিকম্পে ব্যাপকভাবে কেঁপে উঠেছে প্রতিবেশী থাইল্যান্ড। রাজধানী ব্যাংককে এ ভূমিকম্পের প্রভাবে নির্মাণাধীন ৩০ তলা একটি ভবন ধসে পড়েছে। তাৎক্ষণিক হতাহতের সংখ্যা জানা যায় নাই।
ব্যাংককের উত্তরে সরকারি কার্যালয় হিসেবে ব্যবহারের জন্য নির্মাণাধীন ভবনটি ভূমিকম্পের কয়েক সেকেন্ডের মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয়। এছাড়া ভূমিকম্পে ব্যাংককের আরও বেশ কিছু ভবনে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।