• ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ভোক্তা অধিকারের অভিযানে চলছে জরিমানা ,ভুক্তা ও যাত্রীদের হয়রানি বন্ধের কঠিন পদক্ষেপ

Usbnews.
প্রকাশিত মার্চ ২৯, ২০২৫
ভোক্তা অধিকারের অভিযানে চলছে  জরিমানা ,ভুক্তা ও  যাত্রীদের হয়রানি বন্ধের কঠিন পদক্ষেপ
নিউজটি শেয়ার করুনঃ

অভিযানের সফলতা –
ভোগান্তি ছাড়াই রাজধানী ছাড়ছে ঈদে ঘরমুখো মানুষ।
ঈদ উপলক্ষে বেশি ভাড়া নেয়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযান , যাত্রীদের হয়রানি বন্ধের জন্য বিরামহীন কাজ। বাস ভাড়া বেশী নেয়ায় সাথে সাথে এক*শন নিচ্ছে ভোক্তা অধিকার।
ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযানে পেট্রোল পাম্পকে জরিমানা ।
মুখে বললেন থাইল্যান্ডের কসমেটিক্স, দেখাতে পারলেন না প্রমাণ। জরিমানা নজরদারিতে নেয়া।
জুতার দোকানে অভিযান, ব্র্যান্ডের নামে যা বিক্রি হচ্ছে দেখে জরিমানা এবং নজরদারিতে।
নকল স্টিকার দিয়ে বিক্রি করা হচ্ছে দেশী পোশাক বিক্রির উপর চাপ ও জরিমানা।
৬০ পয়সার স্টিকার লাগালেই ড্রেসের দাম ২০ হাজার।
মহাখালী বাস টার্মিনালে ভোক্তা অধিকারের অভিযান।
ব্র্যান্ডের স্টিকারের ঠিকানায় ভোক্তার হানা, সিলগালা করে.
রমজান উপলক্ষে সুলভমূল্যে পণ্য বিক্রি।
বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে বাস কাউন্টারে লাগাতার অভিযান। যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের কারণে জরিমানা ও আদায়কৃত অতিরিক্ত টাকা যাত্রীদেরকে ফেরত।
ভেজাল জুস কারখানা সিলগালা, আটক।
অবৈধ খাদ্য কারখানায় ভোক্তা অধিকার অভিযান।
অভিযান দেখে দোকান বন্ধ করে পালানোর হিড়িক।
পাকিস্তানি , ইনিডিয়ান ট্যাগ লাগিয়ে বিক্রি করছে দেশি পোশাক , চলছে জরিমানা।
আমেরিকার নামে বিক্রি দেশীয় শার্ট বিক্রি করায় জরিমানা।
ব্র্যান্ডের স্টিকারের ঠিকানায় ভোক্তার হানা, সিলগালা করে।
লন্ডন ইউএসএ’র শার্ট বলে গুলিস্থানের শার্ট বিক্রি! ধরলো ভোক্তা অধিদফতর।