বৃষ্টি এলে বুঝিয়ে দেয় ঘরে ছিদ্র কোথায় ,
ভালো মানুষ বুঝিয়ে দেয় তাদের নিজ ব্যবহারে ,
আর বিপদ আসিলে বুঝিয়ে দেয়।
আপন তোমার কে ?
পৃথিবীর মধ্যে কঠিন আর অসহায় জীবন,
শেষ জীবন আর বৃদ্ধকাল বয়সে ,
প্রাণীদের সবচেয়ে স্নেহের আদরের সম্বল ,
দুঃখের সাথে মাবুদের পরে পিতাপাতা।
তাদের হাসিনামাখা মুখ সর্বদা চাঁদের উজ্জ্বল আলো ,
শত দুঃখ কষ্ট দিলেও ছেলেমেয়েদেরকে তারা সর্বদা ভালোবাসে ,
আবেগ উত্তেজনা কস্টো সবই পিতামাতা যায় ভুলে ,
ছেলেমেয়েদের সন্তুষ্ট করতে পারলে।
দুঃখ বেদনা মন থেকে যায় ভুলে ,
এমন আপনজন আর পৃথিবীতে আর কেউ নেই ,
পৃথিবীতে নাই তুলনা দেখতে পেলেও চাপা আর্তনাদ।
মা বাবাকে বুঝার মানসকে অনেকের ই থাকে না ,
মা বাবা সহ্য করে নেয় সকল কষ্টের স্বাদ ,
ষড়যন্ত্র করে কেউ কোনদিন সফল হতে পারে না।
আর পারলেও তা বেশীদিন ঠিকে না ,
যারাই করে ছয় নয় তাদের ধ্বংসই শেষ ঠিকানা।
পৃথিবীতে ভোগকরিবে ঘৃণার পাত্র হবে নিশ্চয় ,
অন্যদেরে চেষ্টা ও কষ্ট করে বড় করলে ,
তারাই দিন শেষে দোষ খুঁজে সর্বদায়।
পিতাপাতার পায়ের নিচে স্বর্গ তাজ ,
সত্যকে ধারণ করে সৎকাজ , সৎ উপার্জন ,
ইহাই মানুষের মহামূল্য শেষ কাজ।