• ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আমি আদর্শবান ব্যক্তি বলি কারে

Usbnews.
প্রকাশিত মে ৫, ২০২৫
আমি আদর্শবান ব্যক্তি বলি কারে
নিউজটি শেয়ার করুনঃ

অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যে ,
সেই প্রকৃত লোক তবে সত্যবাদী হতে হবে,
শতবাধা বিপত্তিকে ভয় না করে আত্বরক্ষা করে ,
সত্যের পথে বুদ্ধি বিবেক নিয়ে লড়াই করে যে ,
আদর্শবান ব্যক্তি বলি তারে।

অযোগ্য অসৎ লোক বেশি দেখা যায় সমাজে ,
মরার পরে লোকে সর্বক্ষেত্রে ভালো মানুষের কথা বলে ,
আদর্শবান ব্যক্তি বলি তারে।

সব কাজেই যে ভালো মন্দের হিসেবে নিকেশ করে ,
সুজ্ঞানে বিবেক খাটায় চলে ,
আদর্শবান ব্যক্তি বলি তারে।

মরিতে হবে একদিন মানুষ হিসেবে সর্বদা মনে রেখে ,
মাইয়তের ভয় মনে থাকতে হবে ,
সত্য ন্যায়ের পথে চলে ও অন্যকে কু-পথে থেকে রক্ষা করে ,
সবাইকে সুপথে আনার চেষ্টা করে যে ,
আদর্শবান ব্যক্তি বলি তারে।

ব্যক্তি জীবনের সুখ শান্তি রক্ষা করে নিজের আগ্রহ ও ইচ্ছার সৎ থাকে,
দেশ ও দশের কল্যানে আত্ব নিয়োগ করে যে ,
আদর্শবান ব্যক্তি বলি তারে।

যে আল্লাহ ও রাসূল (সাঃ ) এর আদেশ , ফরজ , সুন্নাহ মেনে চলে
গুনাহ থেকে যে আল্লাহর সাহায্য কায়মনে কামনা করে
গরিব অসহায়দের রক্ষা ও সহায়তা করে
আমি আদর্শবান ব্যক্তি বলি তারে।