• ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

স্বাধীনতা

Usbnews.
প্রকাশিত মে ৪, ২০২৫
স্বাধীনতা
নিউজটি শেয়ার করুনঃ

আমরা স্বাধীন নইকো পরাধীন,
বুক ভরা প্রীতি ভালোবাসা,
হে মহান স্বাধীনতা।

চোঁখে মুখে বুকে ,
প্রিয়জন হারানো শোক ,
ভুলিতে পারিনি কখনো সর্বদা স্বরণ করি ,
খ্যাতি স্মৃতি বীর শহীদদের কথা।

নইকো কাতর , হয়েছি অধিক শোকে পাথর ,
অন্তর ভরা দুঃখ রক্তের কণায় কণায় হৃদয়ে গাতা,
হে বঙ্গভূমি এতো মধুর তোমার ভাষা ,
মাতৃভাষার বিবেচনায় বাংলার অবস্থান চতুর্থ

হে মহান স্বাধীনতা ,
শত্রুকে করেছো হনন , মুক্ত হে বঙ্গভূমি ,
ইতিহাসের প্রতি পাতায় লাল রক্ত দিয়ে মহা সুখে আঁকা।

হে মহান স্বাধীনতা ,
এনেছি মোরা ভাষার সম্মান দিয়েছি শহীদি প্রাণ
রক্ত দিয়ে লিখেছি স্বাধীন , আকাশে উড়ায়ে লাল সবুজ পতাকা।

চাষা চাষি ছাত্র ছাত্রী বাংলার জনগণ তোমার সাথী ,
১৮ কোটি তৌহিদী জনতা তোমায় ভালোবাসে,
দুঃখ শোক অন্তরের জ্বালা যন্ত্রনা ভুলিয়ে ,
উড়ায়েছি লালবৃত আঁকা সবুজ বাংলার লাল সবুজ পতাকা ,
বুকে ও পাজরে লালবৃত আঁকা স্বাধীনতার প্রতীক।

হে মহান স্বাধীনতা ,
তোমার বুকে রাখলে মাথা ,
চলে আসে সুখ শান্তির ভালোবাসা ,
রক্তের বদলে পেলাম বাংলাদেশ আর মাতৃভাষা।
ভুলে যাই কষ্ট আর দুঃখের কথা ,
অমর হয়ে থাকো পৃথিবীতে ,
দেশ জাতি এবং বাংলাভাষা ,
মে মহান স্বাধীনতা ,