• ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চিন্তাভাবনা

Usbnews.
প্রকাশিত মে ৪, ২০২৫
চিন্তাভাবনা
নিউজটি শেয়ার করুনঃ

তুমি মানুষ তুমি সৌভাগ্যশালী
তোমার আছে মান ইজ্জত আর হুশ
আছে তোমার কথা বলার ক্ষমতা
তোমাকে প্রথিবীতে পাঠানো হয়েছে
আল্লাহর ইবাদতের জন্য তুমি আল্লাহর বান্দা

আপন বলতে নাই যে কেউ ভবে
মাবুদ বিনে সবাই পর সংসারে
একই সাথে থাকিমোরা স্বার্থ সর্বদা দেখি
স্বার্থের ব্যাঘাত ঘটলেই মোরা
পৃথক চিন্তায় মগ্ন থাকি

অর্থ সম্পদ থাকলে সবাই আনন্দ প্রমোদ করি
সুখের দিনে সর্বদাই বন্ধুবান্ধব সঙ্গীসাথী
আসা যাওয়ার নিত্য খেলায় খেলেছি মোরা ভবে
দুঃখের দিনে দূরে ধরে অবস্থার পর্যবেক্ষণ করে
সুখের কালে সবাই থাকে পাশে পাশে

যাবো যে চলে সবাই খবর কয়জনই রাখে
এমন এক সময় আসবে স্নেহের আত্বার পরশমানিক হটাৎ  নিভে যাবে
সাঙ্গ হবে শেখ খেলা পড়ন্ত বেলায় ঝম আসবে চলে
পুন্য কাজের ফলাফল সব সাথে করে নিয়ে যাবে
পর্দার পাতায় ভেসে আসবে
হিসেব মিলিয়ে মহাজনের কাছে খাতাপত্র জমা দেবে।