• ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আমার বাংলাদেশ

Usbnews.
প্রকাশিত মে ৮, ২০২৫
আমার বাংলাদেশ
নিউজটি শেয়ার করুনঃ

শস্য শ্যমলা ঘেরে ও আমার বাংলাদেশ
যেদিকে তাকাই দেখিয়ে পাই তোমাকে বুকে
স্বর্ণ খনি আর মাটির নিচে লোকানো গ্যাসে ভরা বেশ
হায়রে আমার সাধের বাংলাদেশ
জ্ঞান গরিমায় আর সাহসে ভরা
হে মাতৃভূমি বাংলাদেশ

প্রাণের চেয়েও প্রিয় তুমি সুন্দর তমার পরিবেশ
তোমার বুকে গো মা সোনার ফসল ফলে
এমন যে কোন ফসল নাই যে মা তো তোমার জমিনে না ফলে
গাছে গাছে হরেক রকমের পাখি নাচে গাছের ডালে
মিষ্টি হাওয়ায় গাছের পাতা আনন্দে দোলে
আঁকাবাঁকা যদি তোমার আছে স্নিগ্ধ জল
বর্ষার সময়ে যদি যদি ভোরে আসে পলিমাটি
ফলে আবার সোনার ফসল

নড়তে পাই হাজার কোটির মাছ , জাতীয় মাছ রুমালি ইলিশ
যেখানে যাই পারিনি আমরা তোমায় ভুলিতে
মাঠে ঘাটে শুনতে পাই রাখালের বাঁশি
আরও দেখতে পাই বৃক্ষলতার গাল ভরা হাঁসি
কত কবি , কত গায়ক সুন্দর সুন্দর দৃশ্যের ছবি
গদ্যে পদ্যে ভরা প্রেমের ছবি আঁকা জমি