• ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ছোটবেলা

Usbnews.
প্রকাশিত মে ১০, ২০২৫
ছোটবেলা
নিউজটি শেয়ার করুনঃ

ছোটকালের ছোট কাজ গুলো স্মৃতির স্মরণে গায়ে দিচ্ছে দোলা ,
জন্ম উৎসবে একে অন্যে মিলেমিশে আনন্দে করছি খেলা,
উৎসব পরিবেশে কাটাবো বাকি বেলা।

ফিরে আসবেনা ফেলে আসা দিন ,
ছোটকালের ক্ষনিকের আনন্দের খেলা ,
সময় আর দিন যাচ্ছে অহরহ তালে ,
ফুরায়ে যাচ্ছে সুনির্দিষ্ট ক্ষনিকের বেলা।

সবই মিশিয়ে যাবে মাটির গর্ভে সকলের কায়া,
ভঙ্গ হবে যবে এ ধরার কর্মকান্ড পন্ড হবে সব,
পশ্চিম আকাশে ডুবে যাচ্ছে জীবনের প্রদীপ ছায়া।

সহজে যায়না স্মৃতির পাতায় লেখা ভুলা,
ক্ষনিকের কর্মকান্ড ঢেউয়ের তালে ভেসে উঠে মনে পড়ে সর্বক্ষনে,
হৃদয়ের মাঝে জাগে বার বার প্রাণে দেয় দোলা।

প্রতিবছর জন্ম উৎসে করবো মোরা ,
পেছনে ফেলে এসেছি যা ফিরে আসবেনা কখনো তাহা ,
মিঠাতে পারিনি বসুন্ধরায় জন্মের সে ঋণ।