গাড়ির নতুন বাড়ি উড়ে যাবো চলি
এই আমার একমাত্র পণ
নিয়ে এলাম সুখ ধরি পাক পবিত্র আমি
কেন যে হলো আমাদের পরিবর্তন
কি করে কে কাকে বলবে ?
দুঃখী দুঃখ সেই তার বুঝে
আর বুঝে একমাত্র সৃষ্টির সেরা জন
কি করবো যাবো কোথায়
নাই জানা কারো এভাবে
বেঁচে থাকার জন্য রাতদিন করতে হয় সব রকমের পরিশ্রম
বিধাতা দিবেন যাহা মূল পুঁজি তাহা
নির্মল বাতাসটি যাবে উড়ে
অনুভূতি প্রকাশের পাইবে না সময়
বিশ্বাস ভাজন কেউ নাই সংসারে
শিক্ষাদানে জোগাড় করতে পারলাম না
নিমিত্ত সঠিক শিক্ষার বেতন
সত্য ঘটনা জেনেও বলতে পারিনা
ডিগবাজি খায় গোলমাল করে কাটালাম
সুসজ্জিত পরিপাটি ক্ষণস্থায়ী জীবন
ভুলেভরা প্রতিলিপি খানা
মহাজনের কাছে দিলে দিলে খাবে ধরা
অতিক্রম করে যেতে পারবনা কেহ
হতান্তর যোগ্য কর্মান্তরে প্রেরণ করবে সঠিক স্থানে
দয়ার গুণে করতে পারেন শান্ত সুস্থির প্রশান্ত জীবন।