• ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সেবা যত্নের ফলাফল

Usbnews.
প্রকাশিত মে ৯, ২০২৫
সেবা যত্নের ফলাফল
নিউজটি শেয়ার করুনঃ

সজ্ঞানে বসবাস করে ছেলেমেয়ে বসতি করে সকলে
আনন্দ উৎসবে তাদের মন ভরে যায় মা বাবা দেখে
সচেতন ছেলে মেয়ে যারা আছে জীবিত
তারা তাদের পিতামাতাকে যত্ন করে
পিতামাতার মতো আপনজন আর সংসারে কেইবা আছে
বিধাতার কাছে প্রার্থনা করি ছেলে মেয়েদের সুখ শান্তি কামনা করি
যত্ন করলে পাওয়া যায় রত্ন সুখে দুঃখে পাশে থাকলে

নিজের জীবনে সুখ পেতে হলে
পর্যাপ্ত সুখ দিয়ে মাতা পিতার সেবা করতে হয়
নিজে তোমার ও জীবন তাদের মতো অবস্থা হবে
সবার জীবন বাস্তহারা কিন্তু আশা থাকে প্রচুর
ছবর করে থাকতে পারলে চলে আসবে সুখ
আলিঙ্গন করো গুরুজনদের সেবাযত্ন আসবে কাজে

ঘৃণা করোনা রোগাক্রান্ত হলে ,
তোমাদের তোরে মাতা পিতা যেমন পরিশ্রম করে লালন পালন করছেন,
তোমরা সেইমতো করো তাদের বৃদ্ধকালে।

সৃষ্টির সেৰাযং তোমাদেরকে সুখী করবেন আখের ও এ জগতে
সহ্য করে নিতে হয় রাতদিন যেভাবে হয়
সকলের জীবন ঠিক সেমতো উত্তান পতন হবে