ন্যায়বিচারের দুনিয়াতে কত ধর্মের মানুষ বসবাস করছে,
অস্ত্রের ভয়ে থাকছে নীরবে মুখ রাখছে বন্ধ করে ,
কাফির শয়তান ঘাতক সেজে বিষাক্ত সমরাস্ত্র রাখছে তৈরী করে ,
আবিষ্কার করছে কত সমরাস্ত্র সঞ্চিত করছে সব ,
মানুষ মারার কৌশল খুঁজে ছলেবলে,
ধোঁকা দিয়ে নিচ্ছে কব্জা করে।
হক্কানী আলেমদের ক্রন্দন বৃথা যাবে না কখনো
মসজিদে ভোরে মুয়াজ্জিনের আজান তাদের কানে নাহি ঢুকে ,
কলাকৌশলে ষড়যন্ত্রে সত্যবাদীকে মারার ফন্দি করে ,
মিথ্যা কথা প্রচার করে , অন্যায় হামলা মামলা দিয়ে রাখছে জেলহাজতে ,
দুনিয়ার বিচার অবশ্যই দুনিয়াতে হবে।
নিশ্চয় আল্লাহ এসব বিচার করবেন বিশ্বাস রাখি মনে ,
হত্যার নীলনকশা এঁকে ফাঁসায় অস্ত্র হাতে দিয়ে ,
গুম খুন ক্রসফায়ারে মার্চে নিরীহ মানুষদের,
সত্য বিচার অবশ্যই হবে দুই চারদিন পর।
হায়েনার দল ধ্বংস হবে সত্যি কাজ থাকে
মিথ্যা পাপাচার আসবে সম্মুখে
কৃত কর্মের ফলাফল অবশ্য প্রকাশ পাবে।
ফাঁসির বিচার ফাঁসিতে হবে , তখনি কি করবে ?
বিবেকবান ছাত্র , কৃষক , জনগণ সব রকমের পেশাজীবী,
এক হয়েছে , বুক পেতেছে মৃত্যুকে ভয় না করে,
স্বার্থক তরুণ সমাজ ভালোমন্দের ফারাক বুঝিয়ে দিলে,
নিস্তার নাই শাসক হানাদারদের , বিচারের কাঠগড়ায় আসবে ফিরে।