• ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

চলমান তিন ম্যাচের সিরিজে পাকিস্তানের কাছে টানা দুই হারে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ ক্রিকেট দল

Usbnews.
প্রকাশিত মে ৩১, ২০২৫
চলমান তিন ম্যাচের সিরিজে পাকিস্তানের কাছে টানা দুই হারে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ ক্রিকেট দল
নিউজটি শেয়ার করুনঃ

চলমান তিন ম্যাচের সিরিজে পাকিস্তানের কাছে টানা দুই হারে সিরিজ হাতছাড়া করেছে টাইগাররা। গতকাল শুক্রবার (৩০ মে) দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারের পর আইসিসি থেকে দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ।

আইসিসির সর্বশেষ হালনাগাদ করা র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে অবস্থান এখন ১০ নম্বরে। লিটনদের রেটিং পয়েন্ট ২২০।

এদিকে বাংলাদেশের অবনমন হওয়ায় এক ধাপ উন্নতি হয়েছে এশিয়ার উদীয়মান শক্তি আফগানিস্তানের। ২২৩ রেটিং পয়েন্ট নিয়ে আফগানরা এখন ৯ নম্বরে।

সেরা দশে এই দুটি পরিবর্তন ছাড়া আর কোনো পরিবর্তন আসেনি। ২৭১ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে ভারত। তারপর আছে অস্ট্রেলিয়া। এক ম্যাচ হাতে রেখে বাংলাদেশকে সিরিজ হারানো পাকিস্তানের অবস্থান তালিকার ৮ নম্বরে। তাদের রেটিং পয়েন্ট ২২৯।

সিরিজ হারানো বাংলাদেশ আগামীকাল রোববার মাঠে নামবে। এবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের শেষটিতে বাংলাদেশের চাওয়া হোয়াইটওয়াশ এড়ানো। স্বাগতিক পাকিস্তান চাইবে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশের লজ্জায় ডোবাতে। কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক যে ফর্ম, তা পাকিস্তানের জন্য কঠিন কিছু নয়।