• ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ঢাকা কাস্টমস হাউজের প্রস্তাবনায় ‘ফেরত ভল্ট’ স্থাপনের উদ্যোগ

Usbnews.
প্রকাশিত জুন ১২, ২০২৫
ঢাকা কাস্টমস হাউজের প্রস্তাবনায় ‘ফেরত ভল্ট’ স্থাপনের উদ্যোগ
নিউজটি শেয়ার করুনঃ

বিদেশি যাত্রীরা যদি ব্যাগেজ রুলসের বাইরে পণ্য নিয়ে আসেন এবং সেগুলোর শুল্ক পরিশোধ করতে না চান, তাহলে তারা পরবর্তীতে নিজ দেশে ফেরার সময় তা ফেরত নিতে পারবেন—এমনই একটি নতুন নিয়ম চালুর প্রস্তাব দিয়েছে ঢাকা কাস্টমস হাউজ। এ লক্ষ্যে বিমানবন্দরে স্থাপন করা হবে ‘ফেরত ভল্ট’, যেখানে এসব পণ্য নির্ধারিত সময় পর্যন্ত সংরক্ষিত থাকবে। ইতোমধ্যে প্রস্তাবনাটি জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) পাঠানো হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে কাস্টমস আইন অনুযায়ী- ব্যাগেজ রুলস অমান্য করে আনা পণ্যের ক্ষেত্রে যাত্রীদের তাৎক্ষণিকভাবে শুল্ক পরিশোধ করে তা ছাড়িয়ে নিতে হয়, অন্যথায় তা জব্দ করা হয় এবং ২১ দিন পর নিলামে বিক্রি করে দেওয়া হয়।