• ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

কর্মস্থল থেকে আইসের হাতে আটক হলেন বাংলাদেশি যুবক

Usbnews.
প্রকাশিত জুন ১৭, ২০২৫
কর্মস্থল থেকে আইসের হাতে আটক হলেন বাংলাদেশি যুবক
নিউজটি শেয়ার করুনঃ

হ্যাম্পশায়ার স্টেটের একটি শহরে গ্যাস স্টেশনে কর্মরত অবস্থায় আইসের হাতে বদরুল ইসলাম জীবন নামে ২৬ বছর বয়সী এক বাংলাদেশি যুবক আটক হয়েছেন। শনিবার রাতে আইস এজেন্টরা ওই যুবককে আটক করে নিয়ে যায়।

বর্তমানে ম্যাসাচুসেটসের প্লাইমাউথ কাউন্টি কারেকশনাল ফ্যাসিলিটি আইস ডিটেনশন সেন্টারে আটক রয়েছে জীবন । সে বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়ার বাসিন্দা।
জানাযায়, প্রায় ৭ মাস আগে কাতার থেকে ভিজিট ভিসায় নিউইয়র্কে আসেন জীবন। এরপর নিউইয়র্কে স্টেটে ঠিকানা ব্যবহার করে ইউএসসিআইসতে এ্যাসাইলাম করেন। পরে তার পরিচিতজনদের মাধ্যমে নিউ হ্যাম্পশায়ার স্টেটের একটি শহরের গ্যাস স্টেশনে কাজ পেয়ে সেখানে চলে যান। শনিবার রাতে ওই গ্যাস স্টেশনে আইস অভিযান চালায়। এসময় জীবনকে আটক করে নিয়ে যায় আইস।

আইসের ওয়েবসাইটে এলিয়েন নাম্বার দিয়ে সার্চ করে জানা গেছে ম্যাসাচুসেটস এর প্লাইমাউথ কাউন্টি কারেকশনাল ফ্যাসিলিটি আইস ডিটেনশন সেন্টারে আটক রয়েছেন।

ইমিগ্রেশন বিশ্লেষকদের মতে, অভিবাসী ধরপাকড়ের এমন পরিস্থিতিতে অসেচতন হলে ঝুঁকিতে পড়তে পারেন যে কেউ। এক স্টেটে এ্যাসইলাম করে অন্য স্টেটে গিয়ে কাজ ও বসবাস করা এবং ডকুমেন্ট ছাড়া যে কোন স্থানে অবস্থান করা আইন লঙ্ঘন। নিজের ডকুমেন্ট ও আইন ব্যবস্থা মেনে না চললে বিপাকে পড়তে হবে। তাই ইমিগ্রেশন সংক্রান্ত সকল আইন মেনে চলা উচিত।