• ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের তৃতীয় দিনে ৯ উইকেটে ৪৮৪ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ

Usbnews.
প্রকাশিত জুন ২০, ২০২৫
শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের তৃতীয় দিনে ৯ উইকেটে ৪৮৪ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ
নিউজটি শেয়ার করুনঃ

শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের তৃতীয় দিনে বৃহস্পতিবার ৯ উইকেটে ৪৮৪ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে ক্রিজে ছিলেন নাহিদ রানা ও হাসান মাহমুদ। বাংলাদেশ ৫০০ রানের আশা নিয়ে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামলেও নহিদ রানা আসিথা ফার্নান্দোর বলে কুশল মেন্ডিসের হাতে ক্যাচে দিয়ে ফিরলে ৪৯৫ রানেই থেমে যায় টাইগারদের প্রথম ইনিংস।

দ্বিতীয় দিনের তৃতীয় সেশনের একটা সময় পর্যন্ত ৪ উইকেটে বাংলাদেশের রান ছিল ৪৫৮। লিটন ও মুশফিক ফিরে গেলে বাংলাদেশ সেখান থেকে ২৬ রানে হারায় ৫ উইকেট।

এর আগে দ্বিতীয দিনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এক ছক্কা আর ১৫ চারে ২৭৯ বলে ১৪৮ রান করে আউট হন। মাত্র দুই রানের আক্ষেপ নিয়ে ফেরেন শান্ত। প্রথম দিনে ৪৫ রানে ৩ উইকেট হারানোর পর মুশফিকুর রহিমের সঙ্গে শান্ত ২৬৪ রানের জুটি গড়েন। ৩৫০ বলে ১৬৩ রানের অনবদ্য ইনিংস খেলে গতকাল মুশিও আউট হন। লিটন দাশও সেঞ্চুরি থেকে ১০ রান দূরে ছিলেন। ১২৩ বলে ৯০ রান করেছেন তিনি। লিটনের ইনিংসটি সাজানো ছিল ১১ চার আর এক ছক্কায়।