কলম্বোয় বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। গল টেস্টের পারফরম্যান্স দলকে আত্মবিশ্বাস দিয়েছে জানিয়ে টাইগার হেড কোচ ফিল সিমন্স বলেন, গলের খেলাটা কলম্বোতেও দেখতে চান। কলম্বো টেস্টের চ্যালেঞ্জ নিতে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত তারা।
ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, ‘যেভাবে আমরা গলে খেলেছি, তা দলকে আত্মবিশ্বাস দিয়েছে। ছেলেরা ভালো করছে, ভালো খেললে মুড ভালো থাকে। দুই টেস্টের মধ্যে বিরতিটাও ভালো। তারা মানসিকভাবে শক্ত আছে। শারীরিকভাবে প্রস্তুত। আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’