চলতি মাসেই দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের এনআইডি বিতরণ কার্যক্রম জন্য যুক্তরাষ্ট্রে সফরে যাচ্ছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। সেখানে তারা ৪টি স্টেটে দূতাবাস ও কনস্যুলেটে কর্মরতদের কার্ড সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ দেবেন । প্রশিক্ষণ শেষে ১লা অক্টোবর থেকেই প্রবাসীরা এনআইডির সেবা নিউ ইয়র্ক থেকে গ্রহণ করতে পারবেন। নির্বাচন কমিশনের একটি টেকনিক্যাল টিম ১৪ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন । নিউ ইয়র্কসহ ওয়াশিংটন ডিসি, মিয়ামি ও লস অ্যাঞ্জেলেসে ভোটার নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র প্রদান এবং ভোটদানের প্রক্রিয়া নিয়ে প্রবাসীদের সাথে মতবিনিময় সভায় বিস্তারিত তুলে ধরা হবে।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের তথ্য মতে প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধিত হতে বাংলাদেশি জন্মনিবন্ধন সনদের কপি (অনলাইন ভেরিফায়েড), পাসপোর্ট সাইজের এক কপি রঙিন ছবি, আবেদনকারীর বাবা-মায়ের এনআইডির কপি/অনলাইন জন্মনিবন্ধন সনদের কপি/বাংলাদেশি মৃত্যুসনদের কপি (মৃত হলে)/পাসপোর্টের কপি/দ্বৈত নাগরিকত্ব সনদের কপি (প্রযোজ্য ক্ষেত্রে)সহ প্রায় ১১ ধরনের দলিল প্রয়োজন হবে । তবে সব দলিল সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলেও জানানো হয়েছে ।