১৮ জুলাই আমরা, ইয়ামিনের বাবাসহ, ময়মুরুব্বিরা একসাথে দাঁড়ায়ে ছিলাম। আমি, সুজয়, সুজয়ের এক খালু, শহিদ ইয়ামিন, ওর বাবা—আমরা এক গেট থেকেই আসরের পরে আন্দোলনে বের হই। ইয়ামিন ওইদিন ছিলো মহররমের রোজাদার। ও আমাদের থেকে একটু করে আগায়ে যায়, আমরা মানা করছিলাম, তখনই পুলিশের গাড়ি এসে গুলি করে, ইয়ামিনকে নিয়ে যায়, পরবর্তীতে গাড়ি থেকে ফালায়ে দেয়..
– (শহিদ তানজিল মাহমুদ সুজয়ের বাবা শফিকুল ইসলামের জুলাই রেকর্ডসকে দেয়া ইন্টারভিউ থেকে)