• ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছে ২৬৮ কোটি ডলার

Usbnews.
প্রকাশিত অক্টোবর ৫, ২০২৫
সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছে ২৬৮ কোটি ডলার
নিউজটি শেয়ার করুনঃ

সদ্য বিদায়ী সেপ্টেম্বরে বাংলাদেশে প্রবাসী আয় এসেছে ২৬৮ কোটি ৫৯ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৩২ হাজার ৭০০ কোটি টাকা (প্রতি ডলার ১২১.৭৫ টাকা হিসাবে)।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে রোববার (৫ অক্টোবর) এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরে দেশে এসেছে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। গত বছরের ওই সময়ে রেমিট্যান্স আসার পরিমাণ ছিল ১৬৩ কোটি ৪০ লাখ ডলার।

এর আগে গত আগস্টে দেশে প্রবাসীরা পাঠিয়েছিলেন ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। এছাড়া গত জুলাইয়ে দেশে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

একক মাস হিসেবে প্রবাসীরা সর্বোচ্চ প্রবাস আয় পঠিয়েছিলেন চলতি বছরের মার্চ মাসে ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার।

ব্যাংক-সংশ্লিষ্টরা জানান, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর বৈধ চ্যানেলে প্রবাসী আয়প্রবাহ বেড়েছে। এ ছাড়া ডলারের উচ্চ দামও বৈধপথে প্রবাসী আয় পাঠাতে উৎসাহিত করছে।