• ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা : ইসরাইলিদের হাত থেকে মুক্তি পেলেন পাকিস্তানি জামায়াত নেতা ও সাবেক সিনেটর মুশতাক আহমদ খান

Usbnews.
প্রকাশিত অক্টোবর ৮, ২০২৫
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা : ইসরাইলিদের হাত থেকে মুক্তি পেলেন পাকিস্তানি জামায়াত নেতা ও সাবেক সিনেটর মুশতাক আহমদ খান
নিউজটি শেয়ার করুনঃ

ইসরাইলি সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হওয়া পাকিস্তান জামায়াতে ইসলামীর সাবেক সিনেটর মুশতাক আহমদ খান জর্ডানের রাজধানী আম্মানে পাকিস্তান দূতাবাসে নিরাপদে পৌঁছেছেন। মঙ্গলবার আরব নিউজ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, মুশতাক আহমদ খান আম্মানে পাকিস্তান দূতাবাসে নিরাপদে পৌঁছেছেন। সেই সঙ্গে তিনি ভালো আছেন।

মুশতাক আহমদ ৪৫টি জাহাজের গ্লোবাল সুমুদ ফ্লোটিলাতে পাকিস্তানি প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন। দলে বিভিন্ন দেশের কর্মী ও রাজনীতিবিদদের পাশাপাশি জলবায়ু আন্দোলনের কর্মী গ্রেটা থুনবার্গও ছিলেন। তবে ফ্লোটিলা গাজার কাছাকাছি পৌঁছলে ইসরাইলি বাহিনী সেটি আটক করে এবং কর্মীদের গ্রেপ্তার করে পরে বহিষ্কার করে দেয়।

মুশতাক নিজের এক্স অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিও বার্তায় জানান, ‘ইসরাইলি অবরোধের বিরুদ্ধে আমাদের লড়াই শেষ হয়নি। আমি আমার ১৫০ জন সহযাত্রীসহ জর্ডানে পৌঁছেছি এবং অবশেষে ইসরাইলি বন্দিদশা থেকে মুক্ত হয়েছি।

মুশতাক জানান, আমাদের হাত পেছন দিকে বাঁধা ছিল, পায়ে শিকল পরানো ছিল, চোখে কাপড় বেঁধে দেওয়া হয়েছিল। আমাদের ওপর কুকুর ছেড়ে দেওয়া হয়, বন্দুক তাক করা হয় এবং নৃশংসভাবে নির্যাতন করা হয়।