ওমানের দুকুম এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় সন্দ্বীপের ৭ জন প্রবাসী নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে।
বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে। নিহত তিনজন হলেন— আমিন সওদাগর, পিতা আলী কব্বর সেরাং; ওয়ার্ড নং ২, সারিকাইত ইউনিয়ন; আরজু, পিতা: শহিদুল্লাহ; ওয়ার্ড নং ৪, সারিকাইত ইউনিয়ন; রকি, পিতা: ইব্রাহীম মেস্তুরী; ওয়ার্ড নং ২, সারিকাইত ইউনিয়ন।
স্থানীয় প্রবাসীদের বরাতে জানা গেছে, গতকাল দুকুম এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই কয়েকজন মারা যান।
নিহত ব্যক্তিরা সবাই বাংলাদেশি এবং ওমানের বিভিন্ন স্থানে কর্মরত ছিলেন। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওমানপ্রবাসী বাংলাদেশিরা।