• ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও সার্বিক নিরাপত্তার স্বার্থে বেশ কয়টি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ

Usbnews.
প্রকাশিত অক্টোবর ১৫, ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও সার্বিক নিরাপত্তার স্বার্থে বেশ কয়টি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ
নিউজটি শেয়ার করুনঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান , ক্যাম্পাসের নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে প্রবেশাধিকার ও যানবাহন নিয়ন্ত্রণ, রিকশাচালকদের শৃঙ্খলায় আনা সহ গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ সহ বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও সার্বিক নিরাপত্তার স্বার্থে ১২-১০-২০২৫ তারিখ প্রক্টর অফিসে এবং সভাপতিত্বে প্রক্টররের অফিস কক্ষে ডাকসু, প্রক্টর অফিস ও এস্টেট অফিসের একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷ সভায় বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও সার্বিক নিরাপত্তার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে নিম্নোক্ত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।

১. ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার স্বার্থে প্রক্টর অফিস ও এস্টেট অফিসের নিরাপত্তা প্রহরীগণ যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
২. ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার স্বার্থে প্রক্টর অফিস ও এস্টেট অফিসের নিরাপত্তা প্রহরীদের প্রয়োজনীয় কাজের পুনঃবিন্যাস করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয়ে এস্টেট অফিস ও প্রক্টর অফিসের সাথে ডাকসুর প্রতিনিধিগণ সমন্বয় করবে।
৩. ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও সার্বিক নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসের প্রবেশ পথে (নীলক্ষেত, পলাশী, চাঁনখারপুল, হাইকোর্ট মোড়, বকশিবাজার মোড় ও শাহবাগ) নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং উক্ত প্রবেশপথগুলোতে প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তাকর্মীর ব্যবস্থা করার সিদ্ধান্ত গৃহীত হয়। এক্ষেত্রে বি এন সি সি ও গ্রীণ ফিউচার ফাউন্ডেশনের কর্মীদের সমন্বয়ে ১ মাসের জন্য পাইলট প্রোগ্রাম হিসেবে নিয়োজিত করা যেতে পারে।
8. মেট্রোরেল স্টেশনের নীচে ভ্রাম্যমাণ দোকান, হকার, রিক্সা ও ভবঘুরে লোকজন তাড়ানো, যানজট দূরীকরণ এবং গভীর রাতে সংগঠিত অসামাজিক কার্যক্রম নিরসনের জন্য মেট্রোরেলের আশ-পাশের এলাকা সি সি ক্যামেরার আওতায় আনা এবং পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা গ্রহণ করা। এ বিষয়ে মেট্রোরেল কর্তৃপক্ষকে পত্রের মাধ্যমে অনুরোধ জানানোর সিদ্ধান্ত গৃহীত
হয়।
৫. ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থে টি এস সি এলাকায় স্থাপিত সি সি ক্যামেরাগুলো সচল রাখা এবং উক্ত এলাকায় পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয়ে সরেজমিনে পরিদর্শন করে পরিচালক, আইসিটি সেল, এস্টেট ম্যানেজার ও জনাব মো: লুৎফর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সার্কেল-বিদ্যুৎ)-কে ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

আলোচনা সভায় আরো যেসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়ঃ
★ নির্ধারিত রিকশাচালকদের ইউনিফর্ম প্রস্তত করা হয়েছে। খুব শীঘ্রই রিকশাচালকদের শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা হবে।
★ ক্যাম্পাসের প্রবেশপথসমূহে অফিস টাইম ব্যতীত (সন্ধ্যা ৬.৩০ হতে সকাল ৬.৩০টা পর্যন্ত) প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করা হবে। অফিস টাইমেও প্রবেশপথে নিরাপত্তা জোরদার করা হবে।
বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রক্টর জনাব সাইফুদ্দীন আহমদের সভাপতিত্বে সভায় অন্যান্য সহকারী প্রক্টর স্যারগণ এবং স্টেট ম্যানেজার ফাতিমা বিনতে মোস্তফা সহ স্টেট অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ডাকসুর সাধারণ সম্পাদক এসএম ফরহাদ, সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ।
আলোচনা সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহ বাস্তবায়নার্থে গতকাল স্টেট ম্যানেজার এবং প্রক্টর অফিসের কর্মকর্তাদের সমন্বয়ে সরেজমিনে পরিদর্শন করে রূপরেখা প্রণয়ন করেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের।