• ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

হত্যা-গুমসহ শেখ হাসিনার বিরুদ্ধে চারটি মামলা চলমান, সেনা কর্মকর্তাদের মামলার শুনানি ২৩ নভেম্বর , গুমের মামলায় ট্রাইব্যুনালে জিয়াউল আহসান

Usbnews.
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২৫
হত্যা-গুমসহ শেখ হাসিনার বিরুদ্ধে চারটি মামলা চলমান, সেনা কর্মকর্তাদের মামলার শুনানি ২৩ নভেম্বর , গুমের মামলায় ট্রাইব্যুনালে জিয়াউল আহসান
নিউজটি শেয়ার করুনঃ

শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা, গুমসহ চারটি মামলা বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান রয়েছে। রোববার (২৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। তিনি জানান, সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে দায়ের করা দুটি গুমের মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২৩ নভেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে।

প্রসিকিউটর তামিম বলেন, “১৩ সেনা কর্মকর্তার বিরুদ্ধে দায়ের করা দুটি গুমের মামলার শুনানির নতুন তারিখ ২৩ নভেম্বর ধার্য করা হয়েছে।” এর আগে এ মামলার শুনানির তারিখ ছিল ২০ নভেম্বর।

এ ছাড়া গুমের অপর একটি মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১১ ডিসেম্বর দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।

এদিকে, গত জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর চাঁনখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ ১২তম দিনের শুনানি চলছে। এ মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আট আসামির বিরুদ্ধে ২০ নম্বর সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হচ্ছে।