• ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

এদেশের জনগণ বোকা নয়, জনগণকে ধোঁকা দেওয়া যাবে না

Usbnews.
প্রকাশিত নভেম্বর ৮, ২০২৫
এদেশের জনগণ বোকা নয়, জনগণকে ধোঁকা দেওয়া যাবে না
নিউজটি শেয়ার করুনঃ

এরা প্রথমত জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই রাজি হয়নি। পরবর্তীতে অন্য সকল রাজনৈতিক দলের ঐকমত্য দেখে কৌশলগত কারণে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে একমত হলেও তারা দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। এজন্য তারা গণভোটের পক্ষে মত দিলেও গণভোট আয়োজন নিয়ে দ্বিমত পোষণ করে নানারকম ভ্রান্ত যুক্তি উপস্থাপন করছে।

নির্বাচনের আগে কিছু মানুষ বা দল বাংলাদেশকে আমেরিকা- কানাডা বানানোর স্বপ্ন দেখায়। কিন্তু নির্বাচনের পরে তারা সে ওয়াদা আর রাখে না। তাই বিগত ৫৪ বছরে দেশের মানুষ বহু ধোঁকা খেয়েছে। এবার এসব ধোঁকাবাজকে না বলুন।

আমরা এমন এক প্রত্যয়ী যুব সমাজ গড়ে তুলতে চাই যারা আত্মনির্ভরশীল হয়ে স্বতোঃপ্রণোদিতভাবে নিজেরাই সরকারকে সহযোগিতা করবে। সুশীলতার আড়ালে দালাল শ্রেণীকে চিহ্নিত করা হয়েছে , তাই ওদেরকে রুখে দেয়ার সময় এখন।

আমরা এতোদিন অতীত নিয়ে কামড়াকামড়ি করেছি। ফলে আমরা বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছি। বিশ্বের অপরাপর জাতি যখন সামনের দিকে এগিয়ে গেছে, তখন আমরা এখনও পশ্চাদপদ। কিন্তু এখন দিন বদলের সময় এসেছে। তাই দেশ ও জাতির ভাগ্য পরিবর্তনে আমাদের ইতিবাচক পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নের জন্য এগিয়ে যেতে হবে।

আমলাতান্ত্রিক জটিলতা , আমলা কামলাদের প্রজা হয়ে জাতি আর থাকবে না। জনগণের বেতনভুক্ত কর্মচারী , আমলা কামলা জনগণের সেবক ও রাষ্ট্রীয় চাকর। তাই আমলাতান্ত্রিক জমিদারি আর চলতে দেয়া যায় না। রাজনৌতিক জমিদার তন্ত্রের কবর রচিত করেই জনগণের স্বাধীন রাষ্ট্র জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে।

বাংলাদেশ একটি স্বাধীন-সার্বভৌম দেশ। তাই এদেশ কারো নির্দেশনা অনুযায়ী চলবে না। কাউকে দাদা বা বড় ভাই আমরা মানবো না। নিজেরা নিজের পায়ে দাঁড়িয়ে আত্মসম্মানের সাথে মাথা উঁচু করে চলবো। কারো সাথে বৈরিতা নয় বরং সকলের সাথে বন্ধুত্ব ও সমতার ভিত্তি হবে আমাদের পররাষ্ট্রনীতির মূলমন্ত্র। আমরা কারো কাছে নতজানু হবো না। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমরা কারো রক্ত -চক্ষুকে পরোয়া করবো না।

ইনকিলাব জিন্দাবাদ।