• ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম

Usbnews.
প্রকাশিত নভেম্বর ১১, ২০২৫
আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম
নিউজটি শেয়ার করুনঃ

বিএনপি প্রতিহিংসার রাজনীতি করতে চায় না উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আওয়ামী লীগ যেভাবে মামলা করেছে আমরা সেভাবে মামলা করতে চাই না। যদি মামলা হয়ে থাকেও আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত মামলা তুলে নেওয়া হবে।”

মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁওয়ের নিজ এলাকায় বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় এসব বলেন বিএনপি মহাসচিব।

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাধিকবার বলেন, “যত মামলা আছে, আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব।”

মতবিনিময় সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি জিজ্ঞেস করেন, ঠিকাছে? তখন উপস্থিত নেতাকর্মীরা তাতে সায় দেন।

এরপর মির্জা ফখরুল বলেন, “আমরা প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করবো না। আমরা একটা ভালোবাসা সৌহার্দ্য, সমৃদ্ধি নিয়ে চলতে চাই।”

আগামী ১৩ তারিখে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কর্মসূচির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “১৩ তারিখ নাকি লকডাউন হবে। অন্ধকারের মধ্যে কয়েকটা বাস টাস পোড়ায়ে দিছে, ভয় দেখাবে বলে।”

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, “শেখ হাসিনাকে বলতে চাই, আর এসব পাগলামি করবেন না। অত্যাচার নির্যাতন করে অতীতে শাসন করতে পারেননি। সামনেও ভয় দেখিয়ে শাসন করতে পারবেন না।”

মামলা তুলে নেওয়ার বক্তব্যের বিষয়ে মির্জা ফখরুলের বিবৃতি

গণমাধ্যমে প্রকাশিত ভুল বক্তব্যের বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানান তিনি।

বিবৃতিতে তিনি বলেন, ১১ নভেম্বর বিকেলে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার মোহাম্মদপুর শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় দেওয়া আমার একটি বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করে বিভিন্ন গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে যা অত্যন্ত দুঃখজনক।

মির্জা ফখরুল বলেন, আমি আমার বক্তব্যে বলেছি যে, আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না। আমি আমার দেওয়া বক্তব্যে আরও বলেছি যে, এই ইউনিয়নে হয়রানিমূলক কোনো মামলা হলে আমরা তুলে নিব। কিন্তু দেশব্যাপী হয়রানিমূলক মামলা দায়ের কিংবা মামলা তুলে নেওয়ার বিষয়ে আমি কোনো বক্তব্য প্রদান করিনি।

দেশের জনগণ ও দলের সব পর্যায়ের নেতাকর্মীকে গণমাধ্যমে প্রকাশিত ভুল বক্তব্যের বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি।