• ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই শাবান, ১৪৪৭ হিজরি

প্রশাসনের নিরবতায় বগুড়া সদরে দাঁড়িপাল্লার ব্যানার ছিঁড়ে ফেলছে বিএনপি

Usbnews.
প্রকাশিত জানুয়ারি ২৯, ২০২৬
প্রশাসনের নিরবতায় বগুড়া সদরে দাঁড়িপাল্লার ব্যানার ছিঁড়ে ফেলছে বিএনপি
নিউজটি শেয়ার করুনঃ

প্রশাসনের নিরবতার সুযোগে বগুড়া-৬ সদর আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মহোৎসবে মেতে উঠেছে বিএনপির কর্মি-সমর্থকরা এমন অভিযোগ করছে ১১ দলের নির্বাচনী ঐক্য ।

প্রশাসনের নিরবতার সুযোগে বগুড়া-৬ সদর আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মহোৎসবে মেতে উঠেছে বিএনপির কর্মি-সমর্থকরা। বিধি ভঙ্গ করে সারা শহরে রঙিন ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড টানানোর পাশাপাশি সমগ্র নির্বাচনী এলাকায় জামায়াতে ইসলামীর নির্বাচনী ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে। এবিষয়ে রিটার্নিং অফিসারের নিকট অভিযোগ দিয়েও কোন কাজ হচ্ছেনা।

bogra-3

জানাগেছে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বগুড়ায় আগমনকে কেন্দ্র করে বিএনপির তৃণমূলের কর্মি-সমর্থকরা বেপরোয়া হয়ে উঠেছে। তারা রাতের আঁধারে বিভিন্ন এলাকায় টানানো জামায়াত প্রার্থীর দাঁড়িপাল্লা মার্কার ব্যানার এবং ফেস্টুন ছিঁড়ে ফেলছে। বিশেষ করে সদর উপজেলার শাখারিয়া, পল্লী মঙ্গল, শেখেরকোলা, নুনগোলা, শহরের হাকির মোড়, পুরান বগুড়া, কালিতলা, সাতমাথা, কানছগাড়ীসহ বিভিন্ন এলাকা থেকে ব্যানার এবং ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট এলাকার জামায়াত সমর্থকদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। বগুড়া-৬ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব সেলিম রেজা জানান, ইতোমধ্যেই প্রতিটি ঘটনার ছবি এবং ভিডিও জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের নিকট পাঠানো হয়েছে। তিনি দেখবেন বলেছেন।

bogra-2

এদিকে, তারেক রহমানের বগুড়ায় আগমনকে কেন্দ্র করে পুরো শহরে রঙিন ব্যানার, ফেস্টুন এবং বিলবোর্ড টানানো হয়েছে। শহরের জিরোপয়েন্ট সাতমাথা এবং আদালতের সামনে বিশাল বিশাল রঙিন ফেস্টুন টানানো হয়েছে যা নির্বাচণী আচরণবিধির চরম লঙ্ঘন। বৃহস্পতিবার দুপুর দেড়টায় এসব ছবি পাঠিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার দৃষ্টি আকর্ষন করা হলে তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। কিন্তু সন্ধ্যায় রিপোর্ট লেখা পর্যন্ত তিনি কোন ব্যবস্থা গ্রহণ করেননি।