ইরানের ওপর অতর্কিত হামলা চালাতের একের পর এক হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানেও জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের হামলা ঠেকাতে এবং পাল্টা শক্তিশালী জবাব দিতে প্রস্তুত। এমন পরিস্থিতির মধ্যে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইইউ-এর পররাষ্ট্রনীতির প্রধান কাজা কালাস বলেছেন, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।
গত ডিসেম্বরের শেষের দিকে ইরানে শুরু হওয়া বিক্ষোভে বিক্ষোভকারীদের ওপর ইরানি বাহিনীর দমন পীড়নের প্রেক্ষিতে ইইউ এই পদক্ষেপ নিচ্ছে।
কাজা কালাস বলেছেন, আমরা ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছি এবং আমি আশা করছি আইআরজিসি’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করতে যাচ্ছি। ব্রাসেলসে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ইইউ-এর বৈঠক হওয়ার আগে তিনি এই বার্তা দিলেন।
তিনি জানান, ইরানে সরকারবিরোধী বিক্ষোভে প্রাণঘাতী দমন পীড়নে জড়িত ব্যক্তিদের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ হতে যাচ্ছে।