ঢাকা-১৮ আসনের জামায়াত-এনসিপিসহ ১১ দল মনোনীত সংসদ সদস্য প্রার্থী এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম বলেছেন, বিএনপি অব্যাহতভাবে দেশের বিভিন্ন জায়গায় নারীকর্মীদের উপরে হামলা ও হ্যারেজমেন্ট করছে। গতকাল শেরপুরে জামায়াতের উপজেলা সেক্রেটারিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে এই দলটির প্রতি তারেক রহমানের কোন নিয়ন্ত্রণ নেই।
আজ দুপুর ১২ টায় উত্তরা বিএনএস সেন্টার থেকে জমজম টাওয়ার পর্যন্ত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ মন্তব্য করেন। শেরপুরে জামায়াত নেতা হত্যা ও মা-বোনদের উপরে হামলার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।

আরিফুল ইসলাম বলেন, বিএনপি নিজেরা নিজেরা মারামারি করে ইতোমধ্যে আড়াই শতাধিক হত্যাকাণ্ড ঘটিয়েছে। এখন বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা করার উৎসবে মেতে উঠেছে। তারেক জিয়ার নেতৃত্বে বিএনপি এখন সর্ববৃহৎ নিয়ন্ত্রণহীন দলে পরিণত হয়েছে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও তুরাগ মধ্য থানা নায়েবে আমীর জননেতা কামরুল হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তুরাগ থানার আহ্বায়ক নুর মুহাম্মদ, মুখ্য সংগঠক সরদার রিয়াদ, উত্তরখান থানার আহ্বায়ক নাবিল ব্যাপারী, আহমদ সামরানসহ উত্তরা ছাত্রনেতৃবৃন্দ।