• ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২৮শে রমজান, ১৪৪৬ হিজরি

অর্জুনের জন্য শামির নাম নির্বাচিত, সেরা ক্রীড়া পুরস্কার ধ্যানচাঁদ পুরস্কার পেতে চলেছেন সাত্ত্বিক সাইরাজ ও চিরাগ শেট্টি।

usbnews
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০২৩
অর্জুনের জন্য শামির নাম নির্বাচিত, সেরা ক্রীড়া পুরস্কার ধ্যানচাঁদ পুরস্কার পেতে চলেছেন সাত্ত্বিক সাইরাজ ও চিরাগ শেট্টি।
নিউজটি শেয়ার করুনঃ

 বিশ্বকাপে হার্দিক পান্ডিয়ার বদলি হিসেবে নেমেছিলেন। প্রথম চারটি ম্যাচে তার সুযোগই হয়নি ভারতীয় দলে। কিন্তু সুযোগ পেয়ে ফাইনাল পর্যন্ত ২৪ টি উইকেট নিয়ে বিশ্বকাপের সেরা বোলারের তকমা জিতেছিল মুহাম্মদ শামির কপালে। এবার তারই পুরস্কার পাচ্ছেন সহেসপুর এক্সপ্রেস। অর্জুন পুরস্কারের জন্য বিসিসিআই তার নাম পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকারের কমিটির কাছে। আর এবছরের অর্জুনের জন্য শামির নাম নির্বাচিত করে নিয়েছে কেন্দ্রীয় পুরস্কার কমিটি। জানানো হয়েছে এবার মোট ২৬ জন ক্রীড়াবিদ অর্জুন পুরস্কার পাচ্ছেন। এই তালিকায় মুহাম্মদ শামি ছাড়াও রয়েছেন আরো ২৫ জন। দেশের সেরা ক্রীড়া পুরস্কার ধ্যানচাঁদ পুরস্কার পেতে চলেছেন সাত্ত্বিক সাইরাজ ও চিরাগ শেট্টি।