মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন প্রদেশের উত্তরাঞ্চলে বিদ্রোহীদের সাথে চলমান লড়াইয়ে পরাজয় বুঝতে পেরে জান্তা বাহিনী সৈন্যদের প্রত্যাহার করতে শুরু করেছে। যুদ্ধবিধ্বস্ত রাখাইনের উত্তরাঞ্চল থেকে সৈন্য প্রত্যাহারের পাশাপাশি জান্তা বাহিনী দক্ষিণে বেসামরিক নাগরিকদের ওপর হামলা বৃদ্ধি করেছে। রাখাইনের স্বায়ত্তশাসনের দাবিতে গত কয়েক দশক ধরে লড়াই করে আসা বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) সোমবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, রোববার রাখাইনের উত্তরাঞ্চলীয় মাইবোন শহরের দুটি পাহাড়ি ঘাঁটি থেকে সৈন্যদের হেলিকপ্টারে করে সরিয়ে নিয়েছে জান্তা বাহিনী। নিরাপত্তার স্বার্থে ওই সৈন্যদের রাখাইনের দক্ষিণাঞ্চলে পাঠানো হয়েছে।
এএ বলেছে, জান্তা বাহিনী আমাদের বিরুদ্ধে লড়াইয়ে নিশ্চিতভাবে হেরে যাবে। যে কারণে আমরা যে শহরগুলো দখল করার চেষ্টা করছি, সেখানকার সামরিক ফাঁড়ি ও পাহাড়ি ঘাঁটি পুড়িয়ে দিয়ে সৈন্যদের প্রত্যাহার করে নিচ্ছে জান্তা।