সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের যুক্তরাষ্ট্রে বসবাসকারী সর্ব সাধারণের এক সভা অনুষ্ঠিত হয়। গত ২৭ মে সোমবার স্থানীয় একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত সভায় ‘বুধবারীবাজার ইউনিয়ন অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইনক’ নামে একটি সামাজিক সেবামুলক সংস্থার যাত্রা শুরু হয়।
ফয়ছল আমদকে আহায়ক ও হাছনু হক কে সদস্য সচিব করে ২৭ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক পরিষদ গঠন করা হয়। এছাড়া আহবায়ক পরিষদকে সার্বিক পরামর্শ ও সহযোগিতা প্রদানের জন্য ১৫ সদস্য বিশিস্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।