ঢাকা ব্যুরো : শনিবার (৬ জুলাই) রাজধানীর বিজয়নগরের বিজয়-৭১ চত্বরে অবস্থান ও বিক্ষোভ মিছিল কর্মসূচিতে অংশ নিয়ে দলটির নেতারা বলেন, ৫৪টি নদীর উজানে ভারত যে বাঁধ দিয়েছে, তা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের লঙ্ঘন। বাংলাদেশের জনগণের স্বার্থে তিস্তা নদীসহ ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা পাওয়ার চুক্তি কই? সরকার এত চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করে কিন্তু সীমান্তে বাংলাদেশি জনগণকে নির্বিচার হত্যা বন্ধের সমঝোতা স্মারক স্বাক্ষর করে না কেন?
দলটির কেন্দ্রীয় অফিস সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানার সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার। বক্তব্য দেন দলটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম ও বিএম নাজমুল হক, সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, কেন্দ্রীয় নেতা কর্নেল (অব.) দিদারুল আলম প্রমুখ।
এবি পার্টির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম অভিযোগ করেন, ভারতকে করিডর দিয়ে আওয়ামী লীগ ক্ষমতা আরও দীর্ঘায়িত করতে চায়।বাংলাদেশের মধ্য দিয়ে করিডোর চাইলে ভারত আগে চীন ও পাকিস্তানের সাথে বর্ডার খুলে দিক।শিলিগুড়ি করিডোরে বাংলাদেশের সাথে নেপালের সড়ক যেগাযোগের জন্য ১৮ কিলোমিটার রাস্তা দিক। কিছুই অর্জন না করে সবকিছু উজাড় করে দিয়ে ইউরোপের মতো বর্ডার খুলে দিতে ওকালতি করা ত্রিশ লক্ষ শহীদের রক্তের সাথে বেঈমানী।
রেল ট্রানজিটের নামে ভারতকে একতরফা করিডর দিলে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন হবে বলে মনে করে এবি পার্টি। দলটির নেতারা বলছেন, দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করা ও বৈষম্যমূলক কোটা পুনঃপ্রবর্তনের মাধ্যমে পাকিস্তানি বৈষম্য ফিরিয়ে আনার চেষ্টা করা হলে আরেকটি মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে যাবে।