মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল শুরু করেছেন আইনজীবীরা। বুধবার (৩১ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে আইনজীবী ও নির্যাতিত পরিবারের ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু হয়।
এদিকে একই কর্মসূচির অংশ হিসেবে মিছিল নিয়ে দুপুর ১টায় হাইকোর্টের উদ্দেশে যান বুয়েট শিক্ষার্থীরা। বুয়েট শহীদ মিনার থেকে মিছিল শুরু হয়।
এদিকে সকাল থেকেই হাইকোর্টসহ ঢাকার নিম্ন আদালতে নিরাপত্তা জোরদারে বিজিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।