শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার সংবাদে লন্ডনের আলতাব আলী পার্কে বিজয়োৎসবে শামিল হয়েছেন হাজারো প্রবাসী বাংলাদেশি। সোমবার বিভিন্ন শ্রেণি পেশার নারী, পুরুষের পদচারণায় মুখর হয়ে উঠে এ পার্কের শহীদ মিনার প্রাঙ্গণ।
সরেজমিনে দেখা যায়, পার্শ্ববর্তী হোয়াইট চ্যাপেল মার্কেটের সব মিষ্টির দোকানের মিষ্টি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়। উপস্থিত সবাই একে অন্যকে মিষ্টিমুখ করান। দেশের গান আর প্রতিবাদী গানে মুখরিত হয়ে ওঠে পুরো পার্ক প্রাঙ্গণ।
লন্ডনের আলতাব আলী পার্কে
মোমবাতি জ্বালিয়ে দেশের পতাকা নিয়ে বিজয় উল্লাস করে।
এর আগে, প্রবাসী বাংলাদেশিরা দেশের সংঘটিত ন্যক্কারজনক ছাত্র-জনতা হত্যা-নির্যাতনের প্রতিবাদে এবং সাধারণ ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে দেশের পতাকা হাতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান করে।
স্থানীয় সময় বিকাল ৫ টার দিকে শেখ হাসিনার পদত্যাগের খবর আসলে তাদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে। এই সময় প্রবাসী বাংলাদেশিরা একে অন্যকে জড়িয়ে ধরে, একে অপরকে মিষ্টি খাওয়ায়ে বিজয় উল্লাস করতে দেখা যায়।
তারা বলেন, বিশ্বাস হচ্ছে না। কী যে শান্তি লাগছে, বোঝাতে পারব না। বিশ্বাস করতে আরো কিছু সময় লাগবে। তবে আমরা এবার দেশে দ্বিগুন পরিমাণ রেমিট্যান্স পাঠাবো।
মালয়েশিয়ার কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের একটি রেস্টুরেন্টে সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশিরা মোমবাতি জ্বালিয়ে দেশের পতাকা নিয়ে বিজয় উল্লাস করে।
এর আগে, প্রবাসী বাংলাদেশিরা দেশের সংঘটিত ন্যক্কারজনক ছাত্র-জনতা হত্যা-নির্যাতনের প্রতিবাদে এবং সাধারণ ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে দেশের পতাকা হাতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান করে।
আমেরিকায় ও উল্লাস করলেন বাংলাদেশিরা
বিস্তারিত আসছে ……