• ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই শাবান, ১৪৪৭ হিজরি

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ভুল তথ্য : ভিডিও বার্তায় উপদেষ্টা ড. আসিফ নজরুল বললেন , তথ্য দিয়ে বিভ্রান্ত করবেন না

usbnews
প্রকাশিত আগস্ট ২৭, ২০২৪
একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ভুল তথ্য : ভিডিও বার্তায় উপদেষ্টা ড. আসিফ নজরুল বললেন ,   তথ্য দিয়ে বিভ্রান্ত করবেন না
নিউজটি শেয়ার করুনঃ

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ‘ধর্মভিত্তিক রাজনীতি চান না ড. আসিফ নজরুল’ শিরোনামে প্রচারিত সংবাদটি ভিত্তিহীন ও মিথ্যা বলে জানিয়েছেন। তিনি একটি ভিডিও বার্তায় দাবি করেছেন, এমন কোনো শব্দ আজ কোনো অনুষ্ঠানে উচ্চারণই করেননি।

সোমবার (২৬ আগস্ট) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া ৪৯ সেকেন্ডের ভিডিও বার্তায় ড. আসিফ বলেন, কিছুক্ষণ আগে আমাকে একজন একটা নিউজের ভিডিও ক্লিপ পাঠালেন। এটিএন বাংলা নিউজের। সেখানে টাইটেল বা শিরোনাম হচ্ছে-ধর্মভিত্তিক রাজনীতি চান না ড. আসিফ নজরুল।

তিনি বলেন, আমি বিনয়ের সঙ্গে এটিএন বাংলা নিউজকে জানাচ্ছি, ধর্মভিত্তিক রাজনীতি চাই কি চাই না, এটা নিয়ে আজ কোথাও কোনো আলোচনা ছিল না। ধর্মভিত্তিক রাজনীতি এ শব্দটা কোনো সভাতেই আমি উচ্চারণই করিনি। আপনারা কোথা থেকে এসব টাইটেল বানান, এগুলো তো মানুষকে বিভ্রান্ত করে।

আইন উপদেষ্টা আরও বলেন, আমি দুঃখ পেয়েছি। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা বুঝে না বুঝে যেকোনো কারণে মানুষকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করবেন না। আমি এ ধরনের কোনো কথা বলিনি। আপনারা শিরোনামটা আমার বক্তব্য দেখে আশা করছি ঠিক করে নেবেন।

ধর্মভিত্তিক রাজনীতি চাই না, এমন শব্দ উচ্চারণই করিনি: আসিফ নজরুল