• ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধাদের অবদান : আগস্টে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৬৪০ কোটি টাকা

usbnews
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০২৪
বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধাদের অবদান  : আগস্টে রেমিট্যান্স  এলো ২৬ হাজার ৬৪০ কোটি টাকা
নিউজটি শেয়ার করুনঃ

সদ্য বিদায়ী আগস্ট মাসে দেশে বৈধপথে রেমিট্যান্স এসেছে ২২২ কোটি (২.২২ বিলিয়ন) ডলার। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২০ টাকা ধরে) যার পরিমাণ ২৬ হাজার ৬৪০ কোটি টাকার বেশি। এ রেমিট্যান্স গত বছরের আগস্ট মাসের চেয়ে ৩৯ শতাংশ বেশি। গড়ে প্রতিদিন দেশে রেমিট্যান্স এসেছে ৭ কোটি ১৭ লাখ ডলার। রোববার কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত আগস্টে প্রবাসী আয় এসেছে ২২২ কোটি ১৩ লাখ ডলার। একক মাস হিসাবে আগস্টে প্রবাসী আয় বেড়েছে ৬২ কোটি ডলার বা প্রায় ৩৯ শতাংশ। গত বছর অর্থাৎ ২০২৩ সালের আগস্টে রেমিট্যান্স এসেছিল ১৬০ কোটি ডলার।