• ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

মাহমুদুর রহমানকে আজই মুক্তি না দিলে সরকার দুঃখ প্রকাশ করার সময় পাবে না’ : পিনাকী

usbnews
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২৪
মাহমুদুর রহমানকে আজই মুক্তি না দিলে সরকার দুঃখ প্রকাশ করার সময় পাবে না’ : পিনাকী
নিউজটি শেয়ার করুনঃ

ছাত্র জনতা প্রবাসীদের বিপ্লবের মুখে পতিত ও পলায়নাকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার ষড়যন্ত্রের মামলায় কারাদণ্ডপ্রাপ্ত দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) মাহবুবুল হক রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে এ আদেশ দেন। এরপরই এ নিয়ে শুরু হয় অন্তর্বর্তী সরকার ও আদালতের সমালোচনা।

সোমবার (৩০ সেপ্টেম্বর)  সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে মাহমুদুর রহমানকে মুক্তির দাবি জানিয়ে পোস্ট দিয়েছেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য।

পোস্টে তিনি আজই মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে সরকারকে আল্টিমেটাম দিয়েছেন। তা না-হলে সরকার দুঃখ প্রকাশ করারও সময় পাবে না বলে জানান তিনি।

May be an image of 4 people and text

পাঠকদের জন্য পিনাকী ভট্টাচার্যের পোস্ট হুবহু তুলে ধরা হলো, ‘মাহমুদ ভাইরে যদি আইজক্যা মুক্তি দেয়া না হয় তাইলে কলে আমি ধর্মু প্রফেসর ইউনুসের সরকাররে। এক্কেরে গণশত্রু বানায়ে দিবো। কোন মাফ নাই। সরি কওয়ার টাইম পাইবেন না উনারা। মাহমুদ ভাইয়ের সাথে টাল্টিবাল্টি যেই কর্বে তারে আমি জয় বাংলা করে দিবো। প্রমিজ।’