• ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৮শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, তাঁর স্ত্রী ও মেয়ের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

usbnews
প্রকাশিত অক্টোবর ২, ২০২৪
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, তাঁর স্ত্রী  ও মেয়ের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
নিউজটি শেয়ার করুনঃ

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী (এস কে সুর চৌধুরী), তাঁর স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

পৃথক আবেদনের শুনানি নিয়ে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন আজ বুধবার এ আদেশ দেন।

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, তাঁর স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ অনুসন্ধান চলমান। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বুধবার (২ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে আদালত তাদের উপর নিষেধাজ্ঞা জারি করে। পরে দুদক থেকে ইমিগ্রেশনে চিঠি পাঠানো হয়। এর আগে গত ২৮ আগস্ট এসকে সুর চৌধুরী, তার স্ত্রী ও কন্যার আয়কর নথি জব্দের আদেশ দেন।