২৪ ঘণ্টায় লেবাননের থেকে ইসরাইলে ২৪০টিরও বেশি রকেট ছুড়েছে হিজবুল্লাহ। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী বিষয়টি নিশ্চিত করেছে। বৃহস্পতিবার সকাল জুড়ে উত্তর ইসরাইলের অন্তত চারটি এলাকায় সতর্কীকরণ সাইরেন বাজতে শোনা গেছে। লেবাননের সীমান্তের কাছে গ্যালিলি প্যানহ্যান্ডলে সবচেয়ে সাম্প্রতিক সাইরেন ছিল। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, বুধবার একদিনে দক্ষিণ লেবানন থেকে উত্তর ইসরাইলের দিকে ২৪০টির বেশি রকেট নিক্ষেপ করা হয়েছে। এই রকেট ছোড়া এখনও অব্যাহত রয়েছে বলে মনে হচ্ছে। বৃহস্পতিবার সকালে উত্তর ইসরাইলের অন্তত চারটি এলাকায় সতর্কীকরণ সাইরেন বাজার শব্দ শোনা গেছে। সবশেষ লেবানন সীমান্তের কাছে গ্যালিলি প্যানহ্যান্ডলে সাইরেন বাজার শব্দ শোনা গেছে। সপ্তাহ দুয়েক ধরে হিজবুল্লাহর দমনের নামে লেবাননে বিমান হামলা চালাচ্ছে ইসরাইল। এতে লেবাননে বহু লোক হতাহত হয়েছে। আল-জাজিরা।
লেবাননের দিকে এগিয়ে আসার সময় দখলদার ইসরাইলের ট্যাংক লক্ষ্য করে শক্তিশালী হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তারা জানিয়েছে, শুধুমাত্র বুধবারই ইসরাইলিদের তিনটি ট্যাংক ধ্বংস করেছে তারা। বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, হিজবুল্লাহ ইসরাইলের তিনটি মেরকাভা ট্যাংক ধ্বংস করার দাবি করেছে। এই ট্যাংকগুলো মারুন আল-রাস গ্রামের দিকে আসছিল। তখন এগুলোকে লক্ষ্য করে রকেট ছোড়া হয়। এর আগে এই এলাকায় ইসরাইলি সেনাদের সঙ্গে হিজবুল্লাহর যোদ্ধাদের সম্মুখ লড়াই হয়েছিল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, আজ ইসরাইলি সেনারা বিভিন্ন দিক দিয়ে লেবাননে প্রবেশের চেষ্টা করেছিল। কিন্তু তাদের সফলভাবে আটকে দিয়েছে হিজবুল্লাহর যোদ্ধারা। আর প্রথমদিনের এই সফলতাকে একটি কৌশলগত বিজয় হিসেবে বিবেচনা করছে দলটি। এছাড়া এটি যোদ্ধাদের মনোবলও বৃদ্ধি করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।