• ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

৩০ অক্টােবর ২০২৪

usbnews
প্রকাশিত অক্টোবর ৩০, ২০২৪
৩০ অক্টােবর ২০২৪
নিউজটি শেয়ার করুনঃ

May be an image of textMay be an image of 1 person and textMay be an image of text

May be an image of map and textMay be an image of 1 person and text that says 'নাহিদ ইসলাম ওই সময় সবাই শহীদ হওয়ার জন্য প্রস্তূত ছিল -নাহিদ ইসলাম স্টাফ রিপোর্টার গত ኢ আগস্ট শেখ হাসিনা সরকার গণহত্যা চালালে এবং বিজয় অর্জন না হলে সশস্ত্র সংগ্রামের ভিডিও বার্তা দিয়ে রেখেছিলেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম তিনি বলেন, ৫ আগস্ট অর্থাৎ ৩৬ জুলাই আমরা একটা ভিডিও করে বের হয়েছিলাম, ভিডিওতে আমি বলেছিলাম যে, আজ যদি কোনো গণহত্যা হয় বা ম্যাসাকার হয়, তাহলে আমাদের সশস্ত্র সংগ্রামের আহ্বান থাকবে। আমরা ফিরে পাঃ ২'

May be an image of 1 person, smiling and text that says 'গুম কমিশনে অভিযোগ দায়ের ব্যারিস্টার আরমানের স্টাফ রিপোর্টার আট বছর পর 'আয়নাঘর' থেকে মুক্ত হওয়া ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম (আরমান) গুম হওয়ার অভিযোগ দায়ের করেছেন গতকাল মঙ্গলবার তার পক্ষে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারিতে অভিযোগ দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহিন। অভিযোগে ঘটনার বর্ণনায় বলা হয়েছে, ২০১৬ সালের ৯ আগস্ট রাতে ব্যারিস্টার আরমানকে তার নিজ বাসা থেকে তুলে নেওয়া হয় I জোরপূর্বক তাকে তার স্ত্ী- বী-সন্তানদের সামনে থেকে টেনে-হিচড়ে নিয়ে যাওয়া হয় এবং তাকে একটি সাদা মাইক্রোতে উঠানো হয় (২-এর পৃ্যার 8 কলাম)'May be an image of textMay be an image of textMay be an image of 2 people, people smiling and textMay be an image of text