বর্তমান সংবিধানে রাষ্ট্রের একটি মূল কাঠামো নির্ধারণ করা আছে। তা হলো নির্বাহী বিভাগ, আইন সভা এবং বিচার বিভাগ। এ লেখার প্রতিপাদ্য আইনসভা এবং নির্বাহী ক্ষমতা সম্পর্কিত। রাষ্ট্রপতি কার্যত প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কিছুই করতে পারেন না। বর্তমান সংবিধানের চতুর্থভাগে নির্বাহী বিভাগের রূপরেখা, ক্ষমতা কাঠামো লিপিবদ্ধ আছে, যা অত্যন্ত কেন্দ্রীভূত। ফলে প্রকৃত অর্থে কার্যকরী একটি গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামো গঠন করতে হলে আমাদের ঐতিহাসিক জ্ঞানের আলোকে ওয়েস্ট মিনিস্টার পদ্ধতির বাইরে এসে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা, কর্মবিভাগের মধ্যে একটি ভারসাম্যমূলক ক্ষমতা বিভাজন করতে হবে।পক্ষত্যাগ বা দলের বিপক্ষে ভোটদান সংক্রান্ত বর্তমান সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিধান বিলুপ্ত করতে হবে।